দুই লাখ পিস ইয়াবা পাচারের দায়ে ৮ মিয়ানমার নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়।
২০২০ সালের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল সোমবার বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম।












