একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ দৈনিক আজাদী কার্যালয়ে একুশে প্রদকপ্রাপ্ত আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজাদী সম্পাদক এম এ মালেক রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্তিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেসাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়ন-অগ্রযাত্রায়-শিল্প-সাহিত্য-শিক্ষা-স্বাস্থ্য ও সংস্কৃতিতে আজাদীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. ইসা ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন।