সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সম্পাদক পরিষদের নতুন কমিটি ঘোষণা

| মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সহকারী সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, কোষাধ্যক্ষ মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। কার্যনির্বাহী কমিটিতে থাকা পাঁচ সদস্য হলেন-ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সম্পাদক পরিষদ সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে গতকাল ডেইলি স্টার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান এবং সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। সভায় ভার্চুয়ালিও সংযুক্ত ছিলেন সদস্যরা। সভায় নতুন সদস্য হিসেবে আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান ও সহযোগী সদস্য হিসেবে সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের অসুস্থতার কারণে সম্পাদক পরিষদের গত ১৪ ডিসেম্বরের সভাটি স্থগিত করা হয়। ২৫ ডিসেম্বর রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যু হয়। নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সঙ্গে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবেড়েছে সশস্ত্র গ্রুপগুলোর হামলা পাল্টা হামলা