আজমাইন ট্রেড স্বত্বাধিকারীর জামিন না মঞ্জুর

নিষিদ্ধ পপি বিজ আমদানি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

সরিষা বিজের স্থলে আমদানি নিষিদ্ধ পপি বিজ আমদানির ঘটনায় দায়ের করা মামলায় আজমাইন ট্রেডের স্বত্তাধিকারী সৈয়দ রাজু আহমেদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে কারাগারে থাকা সৈয়দ রাজু আহমেদের পক্ষে মিস কেইস করে আদালতের কাছে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌসূলী ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, গত ২১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে এ ঘটনা ঘটে। পরবর্তীতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সৈয়দ রাজু আহমেদসহ দুজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজহারে বলা হয়েছিল- মালেশিয়া থেকে ৫৪ হাজার কেজি সরিষা বিজ আমদানির ঘোষণা দেয়া হলেও সরিষা বিজ আমদানি হয় মাত্র ১১ হাজার ৯৫০ কেজি। ৪৩ হাজার ১৪৬ কেজি নিষিদ্ধ পপি বিজ আমদানি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ভ্রাম্যমাণ আদালত পাঁচ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধইয়াছিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ গ্রেপ্তার