শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের আহ্বায়ক কমিটির সভা গত ১৬ জানুয়ারি ফটিকছড়ি পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি রহমত উল্লাহ কুতুবী। আহ্বায়ক শেখ মোহাম্মদ রায়হান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ বেলাল উদ্দিন, এম এন আলম আজাদ, সদস্য সচিব সৈয়দ আজগর সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, আফাস উদ্দিন বাপ্পী, কামরুল হাসান চৌধুরী, আনোয়র হোসেন মাস্টার, রায়হান খান ঝুমন, মোহাম্মদ বেলাল উদ্দিন, সৈয়দ গোফরান ফরহাদ, মোহাম্মদ পারভেজ, আবদুল্লাহ আল নোমান, মোস্তফা কামরুল, ইমন উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী মাসুদ, মাহমুদুল হাসান, রাশেদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।