একটি বছর চলে যায়। আসে আরেকটি নতুন বছর। কালে কালে আমরা সে দিনটিকে পালন করতে শুরু করেছি। বাঙালির বারো মাসে তের পার্বণ। তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ । তাই বছরের এই প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে। কেউ যেন শুভেচ্ছা দূত হয়ে বার্তা বয়ে নিয়ে আসে “আজ নববর্ষ”। বাঙালি তার ঐতিহ্যের ও ইতিহাসের মধ্যে এখনো জড়িয়ে রেখেছে পূর্বের মতো নববর্ষকে। সারা বছরের ক্লেদ-গ্লানি, হতাশা ভুলে এ দিন আমরা উৎসবের আমেজে মেতে উঠি। নতুনত্বকে বরণ করে নিজেকে সাজিয়ে তোলে আবার নবরূপে। বাঙালির এই ঐতিহ্যর দিনে রাঙিয়ে উঠুক সকলের জীবন।