চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উদ্যোগে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিনসহ বিভাগের প্রয়াতদের স্মরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ওবায়দুল করিম, চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, চবি সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ বি এম নাজমুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। এতে সকলকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।