বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও আজ পালিত হবে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৪’। এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মিলে নবীন–পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন চট্টগ্রাম কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান, প্রবন্ধের ওপর আলোচনা করবেন কাস্টমস এঙাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল–১ এর কমিশনার মো. শাহাদাত হোসেন শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কাস্টমস এঙাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস।