চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ‘জীবন বৃত্তান্ত’ চেয়েছে কেন্দ্রীয় যুবলীগ। গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্র থেকে এমন বিজ্ঞপ্তি জারির পর তিন সাংগঠনিক ইউনিটে আগ্রহীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। দীর্ঘদিনের পদ প্রত্যাশীরা বায়োডাটা নিয়ে গতকাল থেকে ঢাকায় যাওয়া শুরু করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল। আগামী ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে। এ সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপিও জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে গত ১৩ মার্চ চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান সোহাগের সাথে চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের নেতাদের ঢাকায় বৈঠক হয়েছে। বৈঠকে ঈদের পরপরই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ দেয়া হবে বলে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা চট্টগ্রামের যুবলীগের নেতাদের জানিয়ে দিয়েছেন এবং সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।