‘আগুন সন্ত্রাস রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল গতকাল সকাল ১১টায় অফিসার্স ক্লাস, চট্টগ্রামএর হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী শহীদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহা. ইউছুপ, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার, নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, ডবলমুরিং সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া, মহান মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ। চট্টগ্রাম জেলা ও মহানগরের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মতবিনিময় সভায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, কোটা আন্দোলনের নামে আজ আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে যারা অস্থিতিশীল করার কাজ শুরু করেছে তাদেরকে রুখতে হলে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের বার্ষিক ওরশ