আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে বিএনপি–জামায়াতের সন্ত্রাস–নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশসহ রাজপথে জানমাল রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।
এ ব্যাপারে জেলার নেতাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। প্রতিটি জেলায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার জন্য কেন্দ্র থেকে দায়িত্বও বণ্টন করে দেয়া হয়েছে।
সম্প্রতি দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ও সভাপতির নির্দেশ সম্বলিত এই চিঠি প্রত্যেক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। জেলা কমিটিকে লেখা ওই চিঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এবং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি–জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস–নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ‘শান্তি সমাবেশ’ আয়োজন; ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সাংগঠনিক নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের নিম্নলিখিত নির্দেশাবলি পালনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল চট্টগ্রামের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্র থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে। তিনি দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন। অপরদিকে উত্তর জেলায় শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মাঠ পর্যায়ে সক্রিয় থাকার জন্য চিঠি দেয়া হয়েছে। বিশেষ করে মার্চ পর্যন্ত জাতীয় দিবসগুলো পালনসহ বিএনপি–জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস–নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে মাঠে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ (গতকাল) আমরা ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছি। আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন আমাদের কর্মসূচি আছে।