আওয়ামী লীগের ঝটিকা মিছিল হাটহাজারী ও ফটিকছড়িতে ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারী ও ফটিকছড়িতে পৃথক ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটেজ দেখে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছেন পুলিশ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় ঝটিকা মিছিল করা চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হাটহাজারীর ফরহাদাবাদ ইউপির ৩ নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নং ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), ১ নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)

জানা যায়, গত রোববার ভোর সকালের দিকে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতাকর্মী তিন মিনিটব্যাপী একটি মিছিল বের করেন। তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিলো। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়। পরে পুলিশ ভিডিও দেখে চার জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুরে দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছেন। রোববার রাতের যেকোনো সময়ের মধ্যে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর, রাতেই অভিযান চালিয়ে মো. এরশাদ ও হ্নদয় নামে ২ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, রাতে নেতাকর্মীরা নানুপুরের লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। কয়েক মিনিট মিছিল করে দ্রুত স্থান পরিবর্তন করে তারা। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপিজামায়াতের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সমালোচনা করে নানা মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, ২০২৫ জন নেতাকর্মী মশাল হাতে মিছিলে অংশ নেন। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে মো. এরশাদ ও হ্নদয় নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস ক্লাবের স্টাফদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৪০ লাখ টাকার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার