আওয়ামী রাজনীতির বাতিঘর ছিলেন এস এম ইউসুফ

স্মরণসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এস এম ইউসুফ স্মরণে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে মুরাদপুরস্থ সভাপতির বাসভবন সংলগ্নে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাফর আহমদ, জামশেদুল আলম চৌধুরী এডভোকেট মুহাম্মদ মুছা শহীদুল আলম, মো. এসকান্দার আলী, জসিম উদ্দিন, আইয়ুব বাবুল, আব্দুল হাই, এডভোকেট দীপক দত্ত, শফিউল আলম, আব্দুল হালিম, এডভোকেট চন্দন পালিত, হারুনুর রশীদ, আনোয়ার আজম, রোকন উদ্দিন আহমদ প্রমুখ।
সভপতির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সুসংগঠিত করার জন্য এস এম ইউসুফের অবদান অনস্বীকার্য। রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতায় তার মত নেতা আজ বিরল। তিনি আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের ও আওয়ামী লীগের রাজনীতির বাতিঘর ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে লায়ন সদস্যদের কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধহাসনে হেনা বেগম