আইসিসির দশক সেরার মনোনয়নে বাংলাদেশি নেই

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আইসিসির দশক সেরা ক্রিকেটার বাছাইয়ের মনোনয়নে বিরাট কোহলির আধিপত্য দেখা যায়। ছেলেদের চার বিভাগের সবকটিতেই মনোনয়ন পেয়েছেন ভারত অধিনায়ক। তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। পুরুষ ও নারী ক্রিকেটারদের গত এক দশকের সেরা পারফরমারদের মধ্য থেকে মনোনয়ন পাওয়াদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। দশক সেরা ক্রিকেটার, দশক সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার সব জায়গায় আছে কোহলির নাম। এছাড়া দশক সেরা স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন তিনি। মনোনীত তালিকা থেকে সেরা নির্বাচিত হবেন ভোটে। ১০ শতাংশ ভোট দেবেন দর্শকরা। বাকি ৯০ শতাংশ ভোট আসবে বিশেষজ্ঞ প্যানেল থেকে। বুধবার শুরু হওয়া ভোটিং শেষ হবে ১৬ ডিসেম্বর। আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন দর্শকরা।

পূর্ববর্তী নিবন্ধফেলনা মাছের আঁশেই স্বপ্নের গাঁথুনি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা