আগ্রাবাদের সিএমএ ভবনে পেশাগত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জনে ২০২৪ সালের জুলাই–ডিসেম্বর সেশনের ওরিয়েন্টেশন গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। সিবিসির চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।
প্রধান অতিথি বলেন, গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সিএমএ ডিগ্রি চালিকা শক্তি হিসেবে কাজ করবে এবং পেশাগত ডিগ্রি আজীবন চাকুরির নিশ্চয়তা দেয়, যেখানে অন্য চাকুরির একটা নির্দিষ্ট বয়স বাধা আছে। অনুষ্ঠানের শুরুতে রেজওয়ান হাসান এফসিএমএ, ট্রেজারার, সিবিসি আইসিএমএবি’র কোর্স, কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী কিভাবে অধ্যায়ন করতে হবে সে বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামান এফসিএমএ, মো. কাউসার আলম এফসিএমএ এবং সেক্রেটারি এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ। উপস্থিত ছিলেন, আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব–উল–আলম এফসিএমএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রাকিবুল ইসলাম এফসিএমএ, সেক্রেটারি, সিবিসি। প্রেস বিজ্ঞপ্তি।