আইসিএমএ বাংলাদেশ এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠান গত ২৭ মে ইম্পেরিয়াল হাসপাতালের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। আইসিএমএ বাংলাদেশের জাতীয় কাউন্সিল সদস্য ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ এবং ইম্পেরিয়াল হাসপাতালের প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিব মোহাম্মাদ মনোয়ারুল হক এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক ছিলেন মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ, চেয়ারম্যান, সিবিসি। এ ছাড়াও ইম্পেরিয়াল হাসপাতালের সিইও, সিএমও এবং চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে কোভিড-১৯ মোকাবেলায় ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষ থেকে আইসিএমএবির মেম্বারগণ ও পরিবারের সদস্যদের জন্য এর বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা হয়। আইসিএমএবি চট্টগ্রাম শাখার ছাত্র-ছাত্রীদের জন্য ও এ ব্যবস্থা করা হয়। এছাড়া চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান, সচিব এবং কাউন্সিল মেম্বারগণ এবং হাসপাতালের ঊর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। প্রেস বিজ্ঞপ্তি।











