আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। ব্রাভো ডানপায়ের কুঁচকির চোটে গ্রেড ওয়ান টিয়ারে ভুগছেন। ফলে আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করবেন এই ক্যারিবিয়ান তারকা। গত ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ব্রাভো। পরে সে ম্যাচে নিজের চার ওভারের মধ্যে তিন ওভার করতে পারেন তিনি। সে ম্যাচে তার ২০তম ওভার করার কথা ছিল। যেখানে দিল্লির জয়ের জন্য ১৭ রান দরকার ছিল। তবে তার পরিবর্তে স্পিনার রবীন্দ্র জাদেজাকে বল দেওয়া হলে, সেখান থেকে অক্ষর প্যাটেল যথাক্রমে ৬, ৬, ২ ও ৬ নিয়ে জয় দিল্লির জয় নিশ্চিত করেন। সোমবার চেন্নাই নিজেদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে, তবে সে ম্যাচ খেলতে পারেননি ডানহাতি ব্রাভো। এই মৌসুমের শুরু থেকেই অবশ্য ব্রাভো চোটে ভুগছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটুর চোটে পড়া এই ৩৭ বছর বয়সী তারকা চেন্নাইর শুরুর দিকে ছিলেন না। তিনি এখন পর্যন্ত দলের ১০ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন। এসময় তিনি ৮.৫৭ ইকোনোমিতে ৬টি উইকেট নিয়েছেন। তবে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

পূর্ববর্তী নিবন্ধনতুন তিন ফোল্ডএবল স্মার্টফোন পেটেন্ট স্যামসাংয়ের
পরবর্তী নিবন্ধবিবাহ বার্ষিকীর কথা ভুলে গেলেও আফ্রিদিকে ক্ষমা করে দিয়েছেন স্ত্রী