আইনজীবীর ঘরে চুরি

পটিয়ায় আটক পেশাদার চোর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

এক শিক্ষানবীশ আইনজীবীর ঘরে চুরির অভিযোগে মোহাম্মদ ফারুক (৩৫) নামে এক পেশাদার চোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ফারুক পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লাপাড়া এলাকার মৃত আবুল বশরের পুত্র।

এর আগে ইফতেখার উদ্দিন ইপু নামে ওই আইনজীবী চট্টগ্রাম শহরে তাদের বাসায় চুরি হওয়ায় থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগে ইফতেখার বলেন, ‘শহরে তাদের বাসা থেকে ৪৩ ইঞ্চি সনি মডেলের ২টি টিভি, ১টি মাইক্রোওভেন ও কিছু দামি শাড়ি চুরি করে ফারুক গ্রামে এসে আশ্রয় নেয়।’

পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে পটিয়া থেকে আটক করে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, আটক ফারুকের বিরুদ্ধে পটিয়া ও বাকলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাগত চোর।

পূর্ববর্তী নিবন্ধআউটার রিং রোডে মাইক্রো-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৭
পরবর্তী নিবন্ধচকবাজারে শতাধিক দোকানপাট উচ্ছেদ, জরিমানা