আইআইইউসিতে ডিপার্টমেন্টস ক্লাব ও সিআরদের মতবিনিময়

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রক্টরিয়াল বডির উদ্যোগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগীয় বিভিন্ন ক্লাবসমূহের নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন সেমিস্টারের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বিওটি সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রক্টরিয়াল বডির কাজে সহায়তা করতে অনুরোধ করেন এবং আইআইইউসির স্বকীয়তা বজায় রেখে ইতিবাচক মনোভাব এবং কাজের মাধ্যমে ক্যাম্পাসকে শিক্ষা ও মননশীলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে আহ্বান জানান।

 

সভার মূল আলোচক আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার আ..ম আখতারুজ্জামান কায়সার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই ধরনের আয়োজনের প্রশংসা করে প্রক্টরিয়াল বডির প্রতি কৃতজ্ঞতা

জ্ঞাপন করেন এবং বিশ্ববদ্যালয়ের নিয়মশৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এ জাতীয় অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রক্টর মো. ইফতেখার উদ্দীন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ছাত্রছাত্রীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের

প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, তিনি ইনস্টিটিউট অব ফরেন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল)’র বিভিন্ন প্রোগ্রাম ও আইআইইউসির ছাত্রদের এ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল এওয়ারনেস র‌্যালি২০২৩’র পুরস্কার বিতরণ। র‌্যালিতে ফিমেল একাডেমিক জোনে আইআইইউসি বিজনেস ক্লাব, আইআইইউসি দাওয়াহ ক্লাব এবং আইআইইউসি সিসিই ক্লাব যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হয়। মেইল একাডেমিক জোনে

চ্যাম্পিয়ন হয় আইআইইউসি ইবি ক্লাব। তাছাড়া আইআইইউসি কুরআনিক সায়েন্সেস ক্লাব এবং আইআইইউসি টেলিকম ক্লাব যৌথভাবে প্রথম রানার আপ এবং আইআইইউসি কম্পিউটার ক্লাব এবং আইআইইউসি ফার্মা ক্লাব যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজহিরুল আলম দোভাষের সাথে আ. লীগ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নের জন্য সরকারের নিকট ৫শ কোটি টাকা বরাদ্দ চেয়েছি