অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে সভা

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে চট্টগ্রাম মহানগর সরকারি আইন কর্মকর্তাদের উদ্যোগে বুধবার মহানগর দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে দোয়া মহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পিপি অ্যাডভোকেট এসএম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন চৌধুরী,অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নোমান চৌধুরী, সহকারী পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ। এর আগে আইনজীবী এনেক্স’র মসজিদের খতিব মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউৎসর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশিশু ও নারী নির্যাতন বন্ধে চার দাবি