নগরীর ১, ২, ৩, ৬, ৭, ৮, ১৬, ও ১৭ নং ওয়ার্ডের দুস্থ অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর ৪১ টি ওয়ার্ড, সীতাকুণ্ড ও কর্ণফুলী এলাকায় আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে চলছে এই বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. সহিদুল আলম, কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, বীর মুক্তিযোদ্ধা মো. মুছা, মো. মুজিবুর রহমান, আবুল হোসেন, মো. ইব্রাহিম, হসান নাছির, নুরুল আজিম, কফিল উদ্দিন, আজিজ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।