এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত সব শক্তি এখন এক জোট হয়ে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে শান্তির রাউজানে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সতর্ক থাকতে হবে যেন কোনো অপশক্তি অনুপ্রবেশ করে আবার অশান্তি সৃষ্টি করতে না পারে। তিনি গত ৪ জুন নোয়াজিষপুর ফতেনগর চৌমুহনী বাজার পরিচালনা কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সব সূচকে এগিয়ে যাচ্ছে তখন পরাজিত শক্তি ঈর্ষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি শাহজাহান ইকবাল, প্রকৌশলী শাহজাহান কবির মুন্না, ডা. নারায়ন চন্দ্র নাথ।
স্থানীয় ছাত্রলীগ নেতা আব্দুল মোতালেব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ অহমদ ছগীর, সায়েমুর রহমান রিপুল, নুরুল আমিন মুন্সি, দিদারুল আলম, ডা. খোরশেদ,আলহাজ নুরুল আলম, হারুনুর রশিদ মেম্বার, শাহাদাত মঞ্জুর হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, ইসমাঈল হোসেন, বখতেয়ার হোসেন, শফিউল বশর, কামরুল হাসান, আলাউদ্দীন আলম, শওকত ওসমান চৌধুরী, কুতুব উদ্দিন সিকদার, মো. সেলিম, ডা. রিগান শীল, মো. হাসেম, অভি রায়, সালাউদ্দিন, মো. আলম, মো. জামাল প্রমুখ। অনুষ্ঠানে মানবিক চিকিৎসক ডা. নারায়ণ চন্দ্র নাথকে সংবর্ধনা প্রদান করা হয়।