যাতায়াতের মাধ্যম হিসেবে মোটরসাইকেল এর কদর রয়েছে সবার কাছে। এর ফলে দিন দিন এর চাহিদাও বাড়ছে, সেই সাথে বাড়ছে বিড়ম্বনা। যত্রতত্র পার্কিং এর ফলে যেমন তৈরি হচ্ছে যানজট তদ্রূপ পথচারীদের সাবলীল পথ চলাও সংকুচিত হচ্ছে প্রতিনিয়ত। সড়কের সাথে সাথে ফুটপাতগুলোও রক্ষা পাচ্ছে না এ অবৈধ পার্কিং অত্যাচারের হাত থেকে। এ উপদ্রব এর সাথে আছে তরুণ মোটরসাইকেল চালকদের বেপরোয়া স্ট্যান্টবাজির অত্যাচার। অলিগলি হতে মহাসড়ক সব যেন এদের দখলে। ইচ্ছে হলেই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, হর্ণ বাজাচ্ছে অথবা বিকট শব্দ তৈরি করছে। এ স্ট্যান্টবাজির ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এরপরও থামছে না এ অযাচিত যান্ত্রিক অত্যাচার।
নিরাপদ ও শব্দদূষণ মুক্ত শহর গড়তে হলে এসব স্ট্যান্টবাজ মোটরসাইকেল চালকদের এখনই রুখতে হবে। কিন্তু প্রশ্ন হলো এদের রুখবে কে? দলীয় পরিচয়, বাহুবল বা উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে এরা স্ট্যান্টবাজি করে পার পেয়ে যাচ্ছে বারবার। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এ মোটরসাইকেল স্ট্যান্টবাজি রুখে আমাদের শহরকে নিরাপদ ও বসবাস যোগ্যরূপে আমাদের ফিরিয়ে দিন।
মাহবুবুর রশীদ,
ঈদগাঁ, কাঁচারাস্তা,
চট্টগ্রাম