অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মনোবিকাশে খেলাধুলা ও সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম, যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষা লাভে মনোনিবেশ বাড়ায়। একই সাথে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও অক্ষুণ্ন থাকে। এ লক্ষ্যে শিক্ষানুরাগী দেবাশীষ কান্তি বিশ্বাসের উদ্যোগে বরকল ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্য আহসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও উদ্যোক্তা দেবাশীষ কান্তি বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, ইউপি সদস্য আয়েশা আক্তার, সুব্রত হাওলাদার। সভাশেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নিকট ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ হস্তান্তর করেন। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিকতর মনোনিবেশ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতা যুগে যুগে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধঅবিলম্বে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে