বীরকন্যা প্রীতিলতা যুগে যুগে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবেন

আত্মাহুতি দিবস স্মরণানুষ্ঠানে অনিন্দ্য ব্যানার্জী

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, বীরকন্যা প্রীতিলতা যুগ যুগ ধরে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবে। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি গত ২৪ সেপ্টেম্বর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবসে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রীতিলতা স্মারক ও সম্মাননা স্মারক প্রদান, শিশু-কিশোরের মাঝে শিশু খাদ্যসামগ্রী বিতরণ, শ্রদ্ধাঞ্জলি প্রদান। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু, চসিক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বক্তব্য রাখেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা জেসমিন সুলতানা পারু। প্রীতিলতা স্মারক গ্রহণ করেন ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান লিপি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, সাংবাদিক ডেইজী মউদুদ, যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ ঢাকার সভাপতি মিলন কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, কবি শাওন পান্থ, সাংবাদিক শামীম আরা লুসি, নারীনেত্রী ডনাই প্রু নেলী, কুন্ডেশ্বরী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক বাসুদেব সিংহ, সমাজসেবক মিন্টু দাশ। ট্রাস্টের আজীবন সদস্য প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বিজয় ঘোষ, মোহাম্মদ আলী, রঘুনাথ চক্রবর্তী, বিশ্বজিৎ দেব বাবু, কৃষ্ণা চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী, আজীবন সদস্য অধ্যাপক সুজিত চৌধুরী, রূপক চক্রবর্তী, গৌতম চৌধুরী, মানস দাশ, সরোজ চক্রবর্তী, দিপ্তী ভট্টাচার্য্য, অমল দে, সুকান্ত্ত নাথ প্রমুখ। স্মরণসভার পূর্বে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে অনিন্দ্য ব্যানার্জী শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবসে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পথসভা করেন। বক্তারা বলেন, চট্টগ্রাম শহরে সাবেক মেয়র মন্‌জুরুল আলমের আন্তরিকতায় এই ভাস্কর্যটি নির্মিত হয়। ইউরোপিয়ান ক্লাবটি বিপ্লবীদের জাদুঘর হিসেবে সংরক্ষন করার জন্য সরকারের প্রতি দাবি জানান। বক্তারা যুব বিদ্রোহ দিবস, প্রীতিলতার আত্মাহুতি দিবস, মাষ্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান। এতে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা বিজয় শংকর চৌধুরী। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, তপন ভট্টাচার্য্য, সজল দাশ, সজল শিকদার, আসমা আক্তার, জসিম উদ্দীন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কৃষ্ণ শেখর দত্ত, প্রধান শিক্ষক সঞ্জীব চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধঅলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ