অমল জলের দেশে

নান্টু বড়ুয়া | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৩৪ পূর্বাহ্ণ

জলের ধারে গেলেই আমার
ডোবার ইচ্ছে করে
ডাঙায় বড়ো গরম জ্বালা,
জ্যৈষ্ঠ দুপুর জ্বলে,
এখানে নেই ভালোবাসা,
ভালোবাসার নেই মন–
জলের মতো সহজ সত্যি
জলই কেবল বলে!
জলের নিচে রাধা আমার
রূপকথা নয় সত্যি
অপরূপের নূপুর ধ্বনি
শুনি আমি মনে,
জলের ধারে গেলেই তো তাই
ডোবার ইচ্ছে করে
ডাঙার শরীর হারাতে চাই
জলের আলিঙ্গনে।
এখানে ভালোবাসা নেই
ভালোবাসার নেই মন
জানেনা কেউ কতো রাতের
কান্না নিয়ে শেষে,
এই পূর্ণিমা রাতে সুখী
ভালোবাসার খোঁজে
ডাঙার মানুষ হারিয়ে যায়
অমল জলের দেশে।

পূর্ববর্তী নিবন্ধশরৎ প্রেম
পরবর্তী নিবন্ধআমি চাই না হতে