ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি ও কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমির আয়োজনে অমর একুশে অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রেখেছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল দিনের প্রথম খেলায় কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমিকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিসিএ। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তোলে তারা। দলের হয়ে সাকিব ৪৪, ও ফারদিন ৪০ ও আসিফ ৩০ রান করেন। কর্ডিয়াল অ্যাকাডেমির ইরফান ২৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমি ৪৯ রানে অলআউট হয়। দলের হয়ে স্বাধীন ২২ রান করেন। সিসিএ’র হয়ে সায়মন ৪ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হয় সিসিএ’র আসিফ। তার হাতে পুরস্কার তুলে দেন ডা. ইয়াসিন।
দিনের ২য় ম্যাচে কিংস ক্রিকেট ৮ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পায় সাতকানিয়া ক্রিকেট অ্যাকাডেমি। টস জিতে সাতকানিয়া অ্যাকাডেমি ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। রিয়াদ করেন ৭৩ রান। কিংস অ্যাকাডেমির জিসান ২৭ রানে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কিংস ক্রিকেট অ্যাকাডেমি ১১ ওভারে ২ উইকেটে ১১৩ রান করে জয় তুলে নেয়। কনক ৩৪ রান ও জিসান ২৮ করে। সুমন ২২ রানে ২ উইকেট সংগ্রহ করেন। বিজয়ী দলের জিসান ম্যান অব দ্য ম্যাচ হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক মো. আজাদ।