চট্টগ্রামের সাবেক ও বর্তমান ভারোত্তোলন খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার ৯ টি পরিষেবা একই প্লাটফর্মে এনে টেলিটকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং টেলিটকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে মোতাবেক উল্লিখিত ৯টি সেবার মধ্যে ‘ন্যাশনাল প্লেয়ার্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় জাতীয় খেলোয়াড়দের তথ্যাদি অন্তর্ভুক্ত করা হবে।
চট্টগ্রামের জাতীয় পর্যায়ে প্রাক্তন ও বর্তমান ভারোত্তোলন খেলোয়াড়দের তথ্যাদি আগামী আগামীকাল ২০ ফেব্রুয়ারির মধ্যে সিজেকেএস অফিস হতে এন.এস.সি প্রেরিত নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ পূর্বক জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশে অ-১৬ ক্রিকেটের সুপার সিক্সে সিসিএ
পরবর্তী নিবন্ধসস্ত্রীক টিকা নিলেন তামিম