তোর পায়ের ওই বেড়ি মাগো
ভাঙতে একাত্তরে
গর্জনে হায় বাজলো নিনাদ
দুর্গ ঘরে ঘরে।
যে মেয়েটার মুছলো সিঁদুর
ভাঙলো প্রাণের ঘর
বলতে পারিস কোথায় তারা
স্বাধীনতার পর?
জন্ম নিয়ে যে শিশুটা
দেখেনি পিতারে
কম কি মা বল তার অবদান
মুক্তির একাত্তরে?
মান দিল যে সোনার মেয়ে
কিইবা পেল বল?
বীরাঙ্গনা শব্দটাতো
তুচ্ছতারই ছল।
ত্রিশ লক্ষ প্রাণ দিয়েছি
দুই লক্ষ মান
তবুও কি বাংলা মা তোর
ভাঙলো অভিমান।
ভোর কুয়াশায় ঝড়িয়ে দিয়ে
সকল অভিমান
তাদের তরেই ভুলিস মাগো
দুঃখ রাতের গান।