ছবি আঁকিয়ে, লেখক, বিজ্ঞাপন নির্মাতা, নাটকের নির্দেশক-এক আফজাল হোসেন পরিচিত নানা পরিচয়ে। তবে সেই সবের চেয়ে অভিনেতা পরিচয়ই মুখ্য তার কাছে। জনপ্রিয় এই অভিনেতার জন্ম ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়াশোনা। গত শতকের সত্তর দশকের মাঝামাঝিতে থিয়েটারে অভিনয় শুরু করেন। পরে টিভি নাটকে এসেই ছোট পর্দার প্রথম রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তার শিখরে। এক সময় অভিনয় কমিয়ে সমানে বিজ্ঞাপন নির্মাণ করেন। এর মধ্যে ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘শুধু একটাই পা’। খবর বিডিনিউজের।
‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’সহ কয়েকটি সিনেমা করেছিলেন বহু আগে। ২০২২ সালে একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা এখন আবার সিনেমায় ফিরেছেন। সেই সিনেমার শুটিংয়ে অংশ নিলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দে।
‘যাপিত জীবন’ নামের এই সিনেমা দেশ ভাগ ও ভাষা আন্দোলনের সময় তুলে ধরে সেলিনা হোসেনের লেখা উপন্যাস থেকে তৈরি। নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব। বিডিনিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিনয় আমার প্রথম দুর্বলতা।
১৯৯৭ সালে ‘পালাবি কোথায়’, মাঝে ‘ঢাকা অ্যাটাক’-এ একটু দেখা গেলেও বলা যায় লম্বা বিরতি দিয়ে সিনেমায় ফিরলেন। ওয়েব সিরিজ কারাগার পার্ট-টু মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
প্রথম পর্বে তাকে নিয়ে বেশ রহস্য তৈরি করা হয়েছে। পার্ট টুতে আপনার চরিত্র কোন দিকে যাবে? তবে সেই কথা ভাঙলেন না তিনি। বললেন, এটুকু বলতে পারি, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দর্শক চমকপ্রদ কিছু দেখতে পাবেন।