ভোরের আগে-পরে

রাশিদা তিথি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

সকল ভুল-কথা ভাসালে এদিকেই
ওই-না প্রতিঘাতে প্রভাতে ঢেউ ভাঙে।

মুকুল ঝরে যায় পূর্ণতার আগে
তবুও বসন্ত এ-মনে দুলে ওঠে।

দিঘির জলে খুঁজে পাই না চোখ-মুখ
মেঘের ছায়া ঢেকে দিয়েছে প্রিয়ছবি।

ভোরের আগে ডানা ভিজেছে ফড়িঙের
বিষণ্নতা মুখ থুবড়ে পড়ে থাক।

জোছনা অলিন্দে কেবলি ভবঘুরে
হৃদয় ধরাশায়ী। কোথাও তুমি নেই।

আবার যেই রাতে আসবে, কথা ছিল-
সে-রাত মনসার শাপে কি হবে লীন?

পাথারে ঘুরি আমি। দ্বীপান্তরে আছি
এবার সাড়া দাও। ভিড়বে নাও কূলে!

পূর্ববর্তী নিবন্ধপরিক্রমা
পরবর্তী নিবন্ধঅভিনয় আমার প্রথম দুর্বলতা : আফজাল হোসেন