এ বছর মেরিল–প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা অভিনেত্রীর তালিকায় কারও নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বিষয়টিকে নারীদের জন্য অবমাননাকর বলে মনে করেন তিনি। বুধবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পত্রিকা খুলে বিস্মিত হলাম, সীমিত কাহিনীচিত্র বিভাগে, অর্থাৎ নাটক এবং শর্টফিল্মে সম্মানিত বিচারকেরা নাকি কোনো অভিনেত্রীকে মনোনয়ন দেওয়ার মতো খুঁজে পাননি। ২০২২ সালে এত নাটকের মধ্য থেকে মাত্র তিনজনকে তারা যোগ্য মনে করতে পারেননি। অর্থাৎ শুধু অভিনেতা, পরিচালক, স্ক্রিপ্টরাইটার বিভাগে নমিনেশন দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
কিন্তু অভিনেত্রীদের পুরস্কারের বাইরে রাখা হয়েছে। বিষয়টি অন্য নির্মাতা/প্লাটফর্মকে নারীপ্রধান কাজ থেকে পিছিয়ে যাওয়ার উৎসাহ দিতে পারে মন্তব্য করে তিনি লিখেছেন, অথচ সমপ্রতি নারী অভিনেত্রীরা প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটু একটু করে নিজেদের মত অভিনয় সমৃদ্ধ গল্পে নিজেদের মেলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এ ধরনের দৃষ্টান্ত নারীদের জন্য অবমাননাকর। জুরিবোর্ডের বিচারে মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২২–এর বিভিন্ন বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা অভিনেত্রীর তালিকায় কারোর মনোয়ন দেয়নি জুরিবোর্ড। এ নিয়ে আলোচনার মধ্যে এই বিভাগের সেরা অভিনেত্রীদের মনোনয়নের বিষয়টি পুনর্বিচেনার অনুরোধ জানিয়েছে মেরিল–প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ। এই আবেদনে জুরি বোর্ডও সম্মত হয়েছে বলে বৃহস্পতিবার সকালে মেরিল–প্রথম আলো অ্যাওয়ার্ড ফেসবুক পাতায় জানানো হয়েছে।