নগরীর চেরাগী পাহাড় থেকে আন্দরকিল্লা হয়ে টেরীবাজার পর্যন্ত রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা ৩৫টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।
তিনি দৈনিক আজাদীকে জানান, চেরাগী পাহাড় ব্র্যাক ব্যাংকের পাশে আজাদী গলির ভেতর থেকে ৬টি উচ্ছেদ করেছি। সেখানে কদম মোবারক স্কুলের পাশে একটি দোকান নির্মাণ করা হয়েছিল। সেটাও ভেঙে দিয়েছি। এছাড়া আন্দরকিল্লা মোড় থেকে দুইটি এবং টেরীবাজার থেকে ২০টি দোকান উচ্ছেদ করার কথা জানান তিনি। চসিকের এ কর্মকর্তা বলেন, আরো কিছু জায়গায় ভাসমান দোকান বসে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়। আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে গেছে। বকশির বিটের সামনে স্থায়ী দোকান করা হয়েছে। সেখানে রিকশা থেকে নামারও জায়গা ছিল না। সেখানেও উচেছদ করে মানুষের চলাচলের পথ করে দিয়েছি।