বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিন গতকাল নগরের কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। তবে কয়েক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধকে কেন্দ্র করে দলটির আরো ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবরোধ চলাকালে দিনভর নগরে যান চলাচল ছিল স্বাভাবিক। সব ধরনের যান দেখা গেছে সড়কে। স্বাভাবিক ছিল জীবনযাত্রা। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী আজাদীকে জানান, নগর ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির আরো ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি তাহের জামাল চৌধুরী, হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. বেলাল, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, যুবদল নেতা আবদুল করিম, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব চৌধুরী, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম উদ্দিন ও মো. বেলাল, যুবদল নেতা রিয়াজ আরাফাত, পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, যুবদল নেতা মো. খোরশেদ ও চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা।
এদিকে নগরের প্রবর্তক মোড়, গোলপাহাড়, জিইসি, জামালখান মোড়, আসকার দীঘির পাড় এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড় এলাকায় মিছিল হয়। এছাড়া কদমতলী, আগ্রাবাদ সিডিএ, পিসি রোড, অলংকার সিডিএ মার্কেট, ডিটি রোড, আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।