পাসের হার ও জিপিএ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারও তাক লাগিয়েছে মেয়েরা। গত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মেয়েদের ফলাফলই ভালো হয়েছে। এবার ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। ছাত্ররা পাস করেছে ৭১ দশমিক ২৪ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪জন এবং ছাত্রদের মধ্যে পেয়েছে ২ হাজার ৮৮৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত ক’বছর ধরে ছাত্রীদের ফলাফলই ভালো হচ্ছে। এবার বোর্ডের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৪৭ হাজার ৩১০ জন, অপরদিকে ছাত্রীর সংখ্যা ছিল ৫৪ হাজার ৬৩৯ জন। এরমধ্যে ছাত্রীরাই পাস এবং জিপিএ৫ প্রাপ্তির দিকে এগিয়ে বেশ তাক লাগিয়ে দিয়েছে।

গতবছরও ছাত্রীদের পাসের হার ছিল ৮২ দশমিক ৯২ শতাংশ, ছাত্রদের পাসের হার ছিল ৭৭ দশমিক ৯২ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে ছাত্রদের পাসের হার ছিল ৮৬ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।

গতবছর জিপিএ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৭ হাজার ১০৬ জন, ছাত্র সংখ্যা ছিল ৫ হাজার ৫৬৪ জন। এর আগের বছর ২০২১ ছাত্রীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৭০ জন, ছাত্রের সংখ্যা ছিল ৬ হাজার ৫০ জন। এর আগেও ছাত্রীদের এগিয়ে থাকার রেকর্ড রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে টেক্সির সাথে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবরোধে সব স্বাভাবিক