তুমি হচ্ছো নাটাই সুতো আমি হচ্ছি ঘুড়ি
হাওয়ায় হাওয়ায় মেঘের দেশে শুধুই ওড়াউড়ি।
সুতোয় যদি পড়ে হঠাৎ একটুখানি টান
ঠোঁটের কোণে জমবে তখন নীরব অভিমান
এই আমারই আকাশ জুড়ে আছে কতো তারা
চন্দ্র-সূর্য হয়ে তুমি দিচ্ছো যে পাহারা।
দাঁড়িয়ে রই তোমার ছায়ায় তুমিই আছো পাশে
বুঝি আসি কে আমাকে অনেক ভালোবাসে।