অনুরাগীদের চমকে দিলেন ফাহমিদা নবী

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

 

কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন ছিল গতকাল। বিশেষ এই দিনে প্রতি বছরই ভক্তশ্রোতার অগণিত শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও ফাহমিদা নবী অনুরাগীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে চান। তবে নিজের জন্মদিন ঘটা করে উদযাপন করার ইচ্ছা আপাতত নেই, বরং সবার কাছে সুস্থতা ও শুভকামনার প্রার্থনা করেছেন। তিনি চান, শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে পারেন। জন্মদিনের এই শুভ মুহূর্তে ফাহমিদা নবী ভক্তদের প্রতিদান হিসেবে তিনটি নতুন গানের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন। এরই মধ্যেই তিনি কণ্ঠ দিয়েছেন নতুন গানে-‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া, আর গীতিকবি গোলাম মোর্শেদ এর লেখা গানগুলোতে থাকছে বৈচিত্রময় গীতিকথা। ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করছেন। তার লেখনী শ্রোতাদের মনে সহজে ছাপ ফেলে, তাই নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র ফুটে উঠেছে। শামস সুমনের সুরায়োজন ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন একসঙ্গে মিলিত হয়ে গানগুলোকে সময়োপযোগী ও মুগ্ধকর করেছে। ফাহমিদা নবী বলেন, শুরুর প্রথম গায়কির সময়েও মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ। সুমনের সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর ছাপ রয়েছে, যা আমাকে মুগ্ধ করেছে। নতুন তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী। শিগগিরই এই তিনটি গান ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৩৮ কোটি টাকা