অনুকরণীয় নিদর্শন

তৌফিকুল ইসলাম বাবু | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

এখনও সৎ ছেলে দেশে আছে, অফিস থেকে আসার পথে ভুলে দামী আই ফোন টেক্সীতে ফেলে বাসায় আসলাম, কিছুক্ষণ পরে ঐ নাম্বারে কল দিলাম অন্য প্রান্ত থেকে এক যুবক বললো, আপনার মোবাইল ফোন আমার কাছে আছে কোথায় আসবো বলুন। মাশাল্লাহ যথারীতি আমার নির্ধারিত জায়গাতেই এসে দুই তরুণ মোবাইল দিয়ে গেল। জিজ্ঞেস করলাম কোথায় পড়ছো, প্রতিত্তরে বললো সানসাইন গ্রামার স্কুলে। খুব ভাল লাগলো। খুশি হলাম অনেক । নিজের দেশকে সব কিছুতেই ছোট করা আমাদের যুগে যুগে প্রথাগত, মজ্জাগত বৈশিষ্ট্য হয়ে গেছে। এখনও তরুণদের মধ্য সততা আছে, যেটা আমরা প্রায়শই তাচ্ছিল্য করে অস্বীকার করি।
তোমাদের সততা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তোমাদের মত তরুণদের দেশে খুব প্রয়োজন। কোথায় থাকো জিজ্ঞেস করতেই দুই তরুণ উত্তর দিল, চান্দগাঁও আবাসিক এলাকা। কিছু দিতে চাইলাম বিনয়ের সাথে নিষেধ করলো। মনে মনে দোয়া করে বললাম, আল্লাহ এসব তরুণদের দীর্ঘ জীবন দান করুন। তাদের সততার পুরস্কার আল্লাহ নিশ্চয়ই দিবেন। আমরা যেন এসব তরুণদের সততার দৃষ্টান্ত ঘরে ঘরে তৈরী করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন।

পূর্ববর্তী নিবন্ধবই পাঠকদের জন্য অনন্য এক সুযোগ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর অসামপ্রদায়িক চেতনা ও মানবতাবাদ