অননুমোদিত বহুতল ভবন দুর্ঘটনা বাড়াচ্ছে

ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের কারণেও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আইন অমান্য করে আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন স্থাপন, অননুমোদিত বহুতল ও বাণিজ্যিক ভবন নির্মাণ, ভবনের নকশা ইচ্ছা মাফিক পরিবর্তন, অগ্নিনিরাপত্তা আইন না মানার প্রবণতা, নিন্মমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং সাবধানতা ও সচেতনতার অভাবের কারণে দুর্ঘটনার ঝুঁকি, দুর্ঘটনার সংখ্যা এবং সংঘটিত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের প্রশিক্ষিত কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যে কোন দূর্যোগে ঝাঁপিয়ে পড়ে জান ও মাল রক্ষা করেন বিধায় পরকালেও ফায়ার সার্ভিস কর্মীরা আল্লাহ কাছ সম্মানিত হবেন।
গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এর আগে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উুড়িয়ে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে অগ্নিনির্বাপনী মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মানুষের জীবন সম্পদ রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন তৈরী করা হলে জীবন রক্ষা সম্ভব। অনেকে ভবন করেন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার রাস্তা রাখে না। সীমিত লোকবল ও যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস উল্লেখ করে তিনি বলেন, ‘নৌ-দূর্ঘটনা বেশী ঘটে চট্টগ্রামে। ফলে ডুবুরির সংখ্যা বাড়ানো হবে। নতুন আবাসিক এলাকা গড়ে তোলার সময় জলাধার তৈরী করতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে বাঁচার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেক সময় ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করা হয় দেরিতে ঘটনাস্থলে পৌঁছার। এ ক্ষেত্রেও সচেতনতা দরকার। ঘটনার সাথে সাথে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাতে হবে।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক শামীম আহসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক ওমর ফারুক সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী পরিচালক নিউটন দাশ।

পূর্ববর্তী নিবন্ধহারে শুরু, হারে শেষ
পরবর্তী নিবন্ধদেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার