চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত ‘অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ ও মানবসমাজের মুক্তির ভাবনা’ শীর্ষক সেমিনার গত ৮ মে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ এবং সমাজকর্মী জসিম চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, মোহাম্মদ রাশেদ ও পলাশ দে। সেমিনারে সভাপতিত্ব করেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, সঞ্চালনা করেন বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এনাম। অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী বলেন, অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন বিবেকের প্রজ্জ্বলিত শিখা। অনুবাদক ও লেখক আলমগীর মোহাম্মদ বলেন, তিনি ছিলেন বৈষম্য বিরোধী, সাম্যবাদী ও বহুমুখী গুণের অধিকারী এক সমৃদ্ধ ব্যক্তিত্ব। প্রেস বিজ্ঞপ্তি।