অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ ইএচ এম বেলাল চৌধুরী (৫৮) গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল কাপ্তাই উপজেলা মডেল মসজিদে বাদে মাগরিব নামাজে জানাজা শেষে নিজ গ্রাম ফটিকছড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে এ ইএচ এম বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধমৌলভী বুজুরুজ মেহের
পরবর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভা হেফাজত নেতার ইন্তেকাল