নগরীর ডবলমুরিং থানা এলাকায় পলাশ(১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। পলাশ ওই এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে।
সে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকার অর্কিড হাউসে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদিকুর রহমান বলেন, “নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে পলাশ নামে এক যুবককে বিকেলে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর মর্গে রাখা হয়েছে। পরিবার বলছে, অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”