উখিয়ায় আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ৮নং ক্যাম্পে মোহাম্মদ নবী নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।

সে ক্যাম্প ৮ ইস্ট’র বি/৩৯ ব্লকের মোহাম্মদ কাশিমের ছেলে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার সময় মোহাম্মদ নবীর ঘরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আজ শুক্রবার বিকেলে ক্যাম্প-৮ ইস্ট এ (আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি) আরসা’র ১০/১২ জন সদস্যের একটি গ্ৰুপ বি/৩৯ ব্লকে প্রবেশ করে ৫/৭ রাউন্ড গুলি চালায়। এতে উক্ত ক্যাম্পের মোহম্মদ নবী নামে একজন গুলিবিদ্ধ হয়। তার কক্ষে একটি গ্রেনেড পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত নার্সের বরাত দিয়ে তিনি আরো জানান, আজ শুক্রবার চিকিৎসক না থাকায় তার গুলি বের করার অস্ত্রোপচার করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৮ হাজার ইয়াবা সহ যুবক গ্রেফতার 
পরবর্তী নিবন্ধষাঁড়ের ফ্যাশন শো দেখে মুগ্ধ দর্শক