টেকনাফে ৮ হাজার ইয়াবা সহ যুবক গ্রেফতার 

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৭:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল ইসলাম (১৯) নামের যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল। আটক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড উলুচামরী কোনারপাড়ার ছৈয়দ হোসেনের ছেলে। 

আজ শুক্রবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার সময় হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
 
র‌্যাব-১৫ কক্সবাজারের ফেসবুক পেজে জানানো হয়, আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করার উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল।
 
গ্রেফতারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগসহ সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ
পরবর্তী নিবন্ধউখিয়ায় আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ