চট্টগ্রামে ডেঙ্গুতে ২ শিশুর মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:২৭ অপরাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

গতকাল ২৫ আগস্ট ৭ মাস বয়সী লাবিব এবং গত ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদ নামে দুই শিশু চমেক হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু উপসর্গ নিয়ে।

তাদের মধ্যে লাবিব আজ শনিবার দুপুরে এবং জাহিদ গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তাদের দুইজনেরই এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোম জটিলতা ছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।

এনিয়ে এ বছর মোট ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২ জন। তাদের মধ্যে ২১ জনই শিশু।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছে।

এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসচাপায় অটোরিকশাচালক নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সাথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য সম্ভাবনা রয়েছে