ট্রাম্প গ্রেফতার, নিজেকে নির্দোষ দাবি

আজাদী অনলাইন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ১:২৩ পূর্বাহ্ণ

সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তার আগে মঙ্গলবার (৪ এপ্রিল) নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের ফৌজদারি আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক গ্রেফতারের পর তাকে আদালতকক্ষে নিয়ে যাওয়া হয়।

তিনি নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের আদালতে ঐতিহাসিক বিচারে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।

তার বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি যেগুলোর মধ্যে ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে।

ট্রাম্পকে হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতকক্ষে যাওয়ার আগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।

এর আগে তাকে বহন করা গাড়ি বহর যেন নির্বিঘ্নে আদালতে পৌঁছাতে পারে তাই নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ‍যিনি আদালতে বিবাদীর কাঠগড়ায় দাঁড়ালেন।

গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের মূলে রয়েছেন স্টর্মি ড্যানিয়ালস নামে একজন সাবেক পর্ন তারকা।

যিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্প গোপনে তার আইনজীবীর মাধ্যমে তাকে মোটা অংকের অর্থ প্রদান করেন।

ড্যানিয়ালসের এই অভিযোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসকেই নাড়িয়ে দিয়েছে বলা যায় যদিও যুক্তরাষ্ট্রের আইনে সাবেক ওই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক থাকা নিয়ে কোনো বাধা নেই কিন্তু গোল বেঁধেছে গোপনে অর্থ প্রদান নিয়ে।

তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধঅননুমোদিত কসমেটিক্স সামগ্রী রাখায় ২০ হাজার টাকা জরিমানা