অননুমোদিত কসমেটিক্স সামগ্রী রাখায় ২০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী সিডিএ মার্কেটে চার মুদি ও মুরগির দোকানিকে আরও ১৭ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

নগরীর চৌমুহনী মোড়ের কর্ণফুলী সিডিএ মার্কেটে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় দুটি মুদি দোকান ও দুটি মুরগির দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে এবি স্টোর নামের একটি কসমেটিক্সের দোকানে অননুমোদিত কসমেটিক্স সামগ্রী রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

অভিযানের তথ্য নিশ্চিত করে আজাদীকে তিনি বলেন, মূল্য তালিকা না থাকা এবং অননুমোদিত কসমেটিক্স সামগ্রী রাখার দায়ে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সিএমপির একটি টিম, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প গ্রেফতার, নিজেকে নির্দোষ দাবি
পরবর্তী নিবন্ধআগুন নিয়ন্ত্রণে দেরির কারণ উৎসুক জনতা : ফায়ার সার্ভিস