চার কোটি টাকার মাদক মাইক্রোবাসের তেলের ট্যাংকে

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১১:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসের তেলের ট্যাংক থেকে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।

এ সময় মাদক পাচারকারী ও গাড়ি চালক মোহাম্মদ আলী(৪১)কে আটক করে পুলিশ।

আজ সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ বাসটার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় আইস ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান, গোপনে সংবাদ পেয়ে রাত ৯টার দিকে টেকনাফ বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকের ভেতরে রাখা ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যাক্তি প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি স্কুল শিক্ষক কারাগারে
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর ‍মৃত্যু