টেকনাফে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ৫

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১ জুন, ২০২২ at ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ তুলাতলী এলাকায় এক লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৫) সদস্যরা।

আজ বুধবার(১ জুন) ভোর ৪টার সময় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী স্টেশনের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫, কক্সবাজার অফিস সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ তুলাতলী স্টেশন সংলগ্ন পূর্ব পার্শ্বস্থ এলাকায় মাদক বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল আজ বুধবার ভোর ৪টার সময় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি বস্তা ও ব্যাগসহ পালানোর চেষ্টাকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তারা হলো টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে আব্দুর রহমান(১৮), নূর হোসেনের ছেলে আরাফাত(১৪), নূর বশরের ছেলে রেজাউল(১৪) ও গুরা মিয়ার ছেলে রমজান আলী(১৬)।

ধৃত ব্যক্তিদের হেফাজতে থাকা বস্তা ও ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব-১৫, কক্সবাজার অফিসের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম আপাতত কমছে না: বাণিজ্যমন্ত্রী