অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল আনন্দ-উৎসাহে ত্রিনয়নীর দুর্গাপূজা পালিত

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ১১:১৬ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীরা ‘ত্রিনয়নী’র আয়োজনে দুই দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা বিপুল আনন্দ-উৎসাহে পালন করেছে।

সিডনি’র রোজলিয়া কমিউনিটি হলে গত ২১ অক্টোবর শনিবার সকালে শুরু হয়ে পরদিন রবিবার পর্যন্ত এ উৎসবে সর্ব ধর্মের বিপুলসংখ্যক প্রবাসী উৎসবে মেতে উঠেন।

প্রতিদিন সকালে পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।

এবারের পূজাতে জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে। মূলমণ্ডপ ছাড়াও তৈরি করা কুঁড়েঘর, ঢেকি, আলোকসজ্জা সবার প্রশংসা পায়।

সিডনি’র ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল-এর মেয়র এন্থনী ব্লিসডেস পূজাতে অতিথি হিসাবে এসে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সিডনি’র জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, কায়জার চৌধুরী, ডা. ফারজানা ইউসুফ, লারিনা নূপুর রোজারিও, ডা. মোকারর হাসান সহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবের রুপ দেন।

উপস্থিত প্রবাসীরা পূজার প্রতিমা, মণ্ডপ সজ্জার সাথে আতিথেয়তার প্রশংসা করে ‘ত্রিনয়নী’ আয়োজিত পূজায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সর্ব ধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগিতা।

পূজার আয়োজকরা সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ চেতনাকে ধারণ করে সামনের বছরগুলোতে আরো বড় পরিসরে এ সর্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদের সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার কাছে হার টাইগারদের
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় হামুন তাণ্ডবে কক্সবাজারে দুইজনের মৃত্যু